১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
বিনোদন প্রতিবেদক :
ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুটধারী মডেল জেসিয়া ইসলাম। প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০ এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে।এরইমধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এই তারকা ক্যাম্পেইনের ফটোশুটের কাজ শেষ করেছেন বলে জানা গেছে। জেসিয়া ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত এবং জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করায় ইনফিনিক্স বাংলাদেশকে অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর ফটোশুটের কাজ করেছি। সেই ছবিগুলো ক্যাম্পেইনে ব্যবহার হবে। এ ছাড়াও ডিসেম্বরে দেশের বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ ফোনটিতে থাকবে নানা ধরনের চমক।
ক্রেতাবান্ধব হবে বলে মনে করছি।’জেসিয়া ইসলাম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-এর বিজয়ী। ২০১৭ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি। ১৯৯৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।
বিনোদন ডেস্ক :
অ্যাম্বুলেন্সের বিছানায় শুয়ে আছেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের। নাকে নল, বিভোর হয়ে ঘুমাচ্ছেন তিনি। শিয়রে বসে আছে আবদুল কাদেরের ৯ বছর বয়েসি নাতনি সিমরিন লুবাবা। প্রিয় দাদুর মাথায় হাত বুলাচ্ছে সে। তার চোখ দুটো জলে ছলছল করছে। সময় গড়াচ্ছে, গাড়ি চলছে। কিন্তু ছোট্ট লুবাবার অশ্রু যেন থামতেই চাইছে না! ক্যানসারে আক্রান্ত হয়েছেন আবদুল কাদের। ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে চেন্নাই এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িতে বসেই ফেসবুক লাইভে আসেন সিমরিন লুবাবার মা অর্থাৎ আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম। আর এ ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এদিন দুপুর ১২টার দিকে জাহিদা ইসলাম বলেনÑআমরা এখন চেন্নাই এয়ারপোর্টে অবস্থান করছি। খুব তাড়াতাড়ি রওনা হবো। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঢাকায় পৌঁছাবো। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেতা আবদুল কাদের। চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত হন এ অভিনেতা ক্যানসারে আক্রান্ত। জাহিদা ইসলাম বলেনÑবাবার নানা পরীক্ষা-নিরীক্ষা করানোর পরও চিকিৎসকরা রোগ ধরতে পারছিলেন না। পরে সিটি স্ক্যান করানোর পর টিউমার ধরা পড়ে। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করাই।
এখানে আবারো চেকআপ করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেন, বাবার ক্যানসার হয়েছে। ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে। দেশে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে জাহিদা ইসলাম বলেনÑএখানকার চিকিৎসকরা বাবাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিতে চেয়েছিলেন। আমরা না করেছি। কারণ আইসিইউতে নিলে তাকে দেশে নেওয়া যেত না। কয়েকদিন আগে রক্ত দেওয়ার পর বাবার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে। কিন্তু শরীর দুর্বল থাকায় বাবাকে কেমো দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর আবদুল কাদেরকে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হবে বলে জানিয়েছেন জাহিদা ইসলাম। মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আবদুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।
বিনোদন ডেস্ক :
কিছুদিন আগে এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার সোশ্যালবেকারস ডটকম প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ ডিজিটাল তারকাদের নাম। শোবিজ অঙ্গন থেকে এ তালিকার সবার উপরে জায়গা করে নিয়েছেন পরীমনি। পরীমনির ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৮৯ লাখ ৮৭ হাজার ৩৮১। এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। যার লাইকের সংখ্যা ৮২ লাখ ৩১ হাজার ১২০। তৃতীয় অবস্থানে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ অভিনেত্রীর ফেসবুকে লাইকের সংখ্যা ৭০ লাখ। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যার ফেসবুকে লাইকের সংখ্যা ৪৬ লাখ ২২ হাজার ৫৮০।
উপস্থাপক ও অভিনয়শিল্পী হানিফ সংকেতের অবস্থান পঞ্চম। তার ফেসবুকে লাইকের সংখ্যা ৪৪ লাখ। ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন ‘ও প্রিয়া’ খ্যাত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যার ফেসবুকে লাইকের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৪০৭। ঢালিউড কুইন অপু বিশ্বাস ও শাকিব খান রয়েছেন যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে। অপু বিশ্বাসের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৩১ লাখ ২৫ হাজার ১৯০। অন্যদিকে শাকিব খানের পেজে রয়েছে ৩০ লাখ ৭৮ হাজার ৬৬৩। এখানে শাকিব খানের চেয়ে এগিয়ে রয়েছেন অপু বিশ্বাস। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী পড়শি ও অভিনেত্রী সাফা কবির। যাদের পেজে লাইকের সংখ্যা যথাক্রমে ৩০ লাখ ৭০ হাজার ৯৯৬ ও ২৮ লাখ।
বিনোদন ডেস্ক :
জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন অভিনেত্রী হুমায়রা সুবাহ। গতবছর থেকে সিনেমায় নিয়মিত কাজ করছেন তিনি। এবার আবদুল মান্নান পরিচালিত ‘মন বসে না পড়ার টেবিলে’ সিনেমায় নাম লেখালেন এ অভিনেত্রী। এতে আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন সুবাহ। শনিবার রাজধানীর বিজয় নগরের একটি রেস্তোরাঁয় এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অভিনেতা শহীদুল আলম সাচ্চু প্রমুখ। এই সিনেমায় সুবাহকে একজন স্কুল ছাত্রীর চরিত্রে দেখা যাবে। বিষয়টি উল্লেখ করে সুবাহ বলেন, এ সিনেমায় আমাকে দেখা যাবে স্কুল পড়ুয়া ফাঁকিবাজ এক মেয়ের চরিত্রে। পড়ালেখা না করে ফাঁকি দিই। একপর্যায়ে পড়ায় মন বসে আমার। মাহি কথাচিত্র প্রযোজিত সিনেমাটি সোমবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানান এর পরিচালক।
এর আগে শামসুজ্জামান রিমন প্রযোজিত ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ শেষ করেছেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করেছেন সুবাহ। অন্যদিকে নাটক ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আশিক চৌধুরী।
বিনোদন ডেস্ক :
ডিয়েগো ম্যারাডোনা শুধু ফুটবলের কিংবদন্তিই ছিলেন না। তার প্রভাব ছড়িয়েছে বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষের মনে। তার প্রভাব মানুষের মনে ঠিক কতটা, তা তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। প্রতিটি অঙ্গনের মানুষই প্রিয় তারকা ফুটবলারকে হারিয়ে শোকে যেন মুহ্যমান! বাংলাদেশের শোবিজ অঙ্গনেও তার গভীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সাংসদ ও বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেনÑ‘বিদায় বলব না, আপনি সবসময় আছেন।’ ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার ঢালিউড কিং শাকিব খান। কৈশোরের ফুটবল মাঠে ম্যারাডোনাকে অনুসরণ করে খেলতেন তিনি। আর সেই প্রিয় মানুষটির বিদায়ে শাকিব খান লিখেছেনÑ‘তার আত্মার শান্তি কামনা করছি। আমি দেখেছি সর্বকালের সেরা ফুটবলারকে।
তিনি সেরাদের সেরা।’ জয়া আহসান ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন‘বিদায় রাজপুত্র।’ ম্যারাডোনার মৃত্যুখবরে অনেকটা থমকে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফুটবল খেলাকে কেন্দ্র করে কাটানো শৈশবের স্মৃতি তাকে বারে বারে ডাকছে। তা স্মরণ করে চঞ্চল চৌধুরী লিখেছেনÑ‘আমাদের কৈশোরে, স্কুল জীবনে মিশে ছিল যে নামটি তিনি ম্যারাডোনা। চলে গেলেন পরপারে। খুব বেশি করে ফিরে যাচ্ছি সেই অতীতে। ম্যারাডোনার ছবিওয়ালা খাতায় লিখতে লিখতেই স্কুলজীবন পার করা। এখন কেমন লাগছে অনেককেই তা বোঝানো যাবে না।’ শৈশবে সাদা-কালো টিভিতে খেলা দেখার স্মৃতিচারণ করে চঞ্চল চৌধুরী লিখেছেনÑ‘আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন ছিল। তখন গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। কত কত স্মৃতি। বিদায় ম্যারাডোনা। তাঁর আত্মার শান্তি হোক।’
বিনোদন প্রতিবেদক :
বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। নানা কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় তিনি। শোনা যাচ্ছে, আবারো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আমির কন্যা। পিংকভিলা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির খানের ফিটনেস ট্রেইনার নূপুর শিখারের সঙ্গে প্রেম করছেন ইরা। গত ছয় মাস ধরে তাদের সম্পর্ক। শুধু তাই নয়, তার মা রিনা দত্তের সঙ্গেও শিখারেকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। জানা গেছে, করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হলে এই জুটির সম্পর্ক শুরু হয়। নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চাইছিলেন ইরা। সেই সূত্রেই নূপুরের সঙ্গে পরিচয়। এরপর তাদের ঘনিষ্ঠতা শুরু হয়। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়।
একটি সূত্র জানায়, সম্প্রতি আমিরের ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছিলেন ইরা ও নূপুর শিখারে। একসঙ্গে দীপাবলিও পালন করেছেন। প্রেমের সম্পর্কের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। এর আগে সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা। প্রায় দুই বছর প্রেম করার পর গত বছর ডিসেম্বরে তাদের ব্রেকআপ হয়। এরপর ব্যক্তিগত বিষয়গুলো গোপনই রেখেছিলেন। তবে সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নূপুর শিখারের সঙ্গে ছবি পোস্ট করেছেন ইরা।
বিনোদন প্রতিবেদক :
বলিউড অভিনেত্রী সানা খান। তবে কিছুদিন আগে শোবিজ জগত থেকে বিদায় নিয়েছেন। এরপর সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সানা। ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সাইয়িদকে বিয়ে করেছেন রিয়েলিটি শো ‘বিগ বগ সিক্স’ প্রতিযোগী। এদিকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন সানা খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার নাম পাল্টে সাইয়িদ সানা খান লিখেছেন তিনি। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে বধূ বেশে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন। হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।
বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন ভালোবেসেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন বিয়ে করেছি। আল্লাহ যেন এই দুনিয়ায় ও জান্নাতে আমাদের এক করেন।’ এর আগে গত মাসের শুরুতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন
বিনোদন প্রতিবেদক :
বিশ্ব সংগীত অঙ্গনের অন্যতম সম্মানসূচক অ্যাওয়ার্ড গ্র্যামি। এর ৬৩তম আসরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা হয়েছে। মঙ্গলবার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। বারের মনোনয়নে এগিয়ে আছেন গায়িকা বিয়ন্সে নৌলস। সর্বাধিক ৯টি মনোনয়ন জিতেছেন তিনি। এরপর আছেন টেলর সুইফট, রোডি রিচ, দুয়া লিপা। প্রত্যেকেই ৬টি করে মনোনয়ন পেয়েছেন। আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। করোনা মহামারির কারণে প্রতিবারের মতো এবার কোনো আনুষ্ঠানিকতা হবে না। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যামি উপভোগ করবেন দর্শকরা। এটি সঞ্চালনা করবেন ট্রেভর নোয়াহ। নচে এবারের গ্র্যামি মনোনয়ন পাওয়া কয়েকটি বিভাগের তালিকা দেওয়া হলো: রকর্ড অব দি ইয়ার: ব্ল্যাক প্যারেড (বিয়ন্সে), কালার্স (ব্ল্যাক পুমাস), রকস্টার (ডাবেবি ফিচারিং রোডি রিচ), সে সো (ডোজা ক্যাট), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ), ডোন্ট স্টার্ট নাও (দুয়া লিপা), সার্কেলস (পোস্ট ম্যালন), স্যাভেজ (মেগান দি স্ট্যালিয়ন ফিচারিং বিয়ন্সে)। অ্যালবাম অব দি ইয়ার: চলম্বো (ঝিনে আইকো), ব্ল্যাক পুমাস (ব্ল্যাক পুমাস), এভরিডে লাইফ (কোল্ড প্লে), জ্যাকব কোলিয়ার (জ্যাকব কোলিয়ার), হেইম (রোস্তাম ব্যাটমাঙ্গিজ, ড্যানিয়েল হেইম ও আরিয়ের রেচটশেইড), ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা), হলিউডস ব্লিডিং (পোস্ট ম্যালন), ফোকলোর (টেলর সুইফট)। সং অব দি ইয়ার: ব্ল্যাক প্যারেড (ডেনিসিয়া অ্যান্ড্রুজ, বিয়ন্সে, স্টিফেন ব্রে, শন কার্টার, ব্রিটানি কোনি, ডেরেক জেমস ডিক্সি, আকিল কিং, কিম ‘কায়ডেন্স’ ক্রিসিউক ও রিকি ‘ক্যাসো’ টাইস), দ্য বক্স (স্যামুয়েল গ্লোয়েড ও রদ্রিক মুর), কার্ডিগান (অ্যরন ডেসনার ও টেলর সুইফট), সার্কেলস (লুইস বেল, অ্যাডাম ফেনি, কান গুনেসবার্গ, অস্টিন পোস্ট, বিলি ওয়ালস), ডোন্ট স্টার্ট নাও (ক্যারোলিন এইলিন, ইয়ান কির্কপ্যাট্রিক, দুয়া লিপা ও এলিলি ওয়ারেন), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ, ও’কনেল ও ফিনিয়েস ও’কনেল), আই কান্ট ব্রিদ (ডার্নেস্ট এমিলি দ্য সেকেন্ড, এইচ.ই.আর ও টিয়ারা থমাস), ইফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এন্ডিং (জুলিয়া মাইকেলস অ্যান্ড জেপি সাক্সে)।
বেস্ট নিউ আর্টিস্ট: ইনগ্রিড আন্দ্রেস, ফোবি ব্রিডজার্স, চিকা, নোয়াহ সাইরাস, ডি স্মোক, ডোজা ক্যাট, কেট্রানাডা, মেগান দি স্ট্যালিয়ন।
সেরা পপ একক পারফরম্যান্স: ইয়ামি (জাস্টিন বিবার), সে সো (ডোজা ক্যাট), এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ), ডোন্ট স্টার্ট নাও (দুয়া লিপা), ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস), কার্ডিগান (টেলর সুইফট)। সরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ওয়ান ডে (জে ব্যালভিন, দুয়া লিপা, ব্যাড বানি ও টেইনি), ইনটেনশন্স (জাস্টিন বিবার ফিচারিং কুয়াভো), ডিনামাইট (বিটিএস), রেইন অন মি (লেডি গাগা উইথ আরিয়ানা গ্র্যান্ডে), এক্সাইল (টেলর সুইফট ফিচারিং বন ইভার)। সরা পপ ভোকাল অ্যালবাম: চেঞ্জেস (জাস্টিন বিবার), ক্রোমাটিকা (লেডি গাগা), ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা), ফাইন লাইন (হ্যারি স্টাইলস), ফোকলোর (টেলর সুইফট)। সরা রক পারফরম্যান্স: শামেইকা (ফিয়োনা অ্যাপল), নট (বিগ থিফ), কায়োটো (ফোবি ব্রিডজার্স), দ্য স্টেপস (হেইম), স্টে হাই (ব্রিটানি হাওয়ার্ড), ডেলাইট (গ্রেস পোটার)। সরা মেটাল পারফরম্যান্স: বাম রাস, বডি কাউন্ট, আন্ডারনেথ, কোড অরেঞ্জ, দ্য ইন বিটউইন, ইন দিস মোমেন্ট, ব্লাডমানি, পপি, এক্সিকিউশনার্স ট্যাক্স, লাইভ, পাওয়ার ট্রিপ।
সেরা রক গান: কায়োটো, লস্ট ইন ইয়েস্টারডে, নট, শামেইকা, স্টে হাই। সেরা রক অ্যালবাম: অ্যা হিরোস ডেথ, কিওয়ানুকা, ডেলাইট, সাউন্ড অ্যান্ড ফিউরি, দ্য নিউ অ্যাবনরমাল। সরা আরমঅ্যান্ডবি পারফরম্যান্স: লাইটিনিং অ্যান্ড থানডার, ব্ল্যাক প্যারেড, অল আই নিড, গট হেড, সি মি। সরা আরমঅ্যান্ডবি সং: বেটার দ্যান আই ইমানজিন, ব্ল্যাক প্যারেড, কলিড, ডু ইট, স্লো ডাউন।সেরা র্যাপ সং: দ্য বিগার পিকচার, দ্য বক্স, লাফ নাও ক্রাই লেটার, রকস্টার, স্যাভেজ। সেরা র্যাপ অ্যালবাম: ব্ল্যাক হ্যাবিট, আলেফ্রেডো, অ্যা রিটেন টেস্টিমনি, কিংস ডিজিস, দ্য অ্যালিগরি।
বিনোদন ডেস্ক :
সহজ-সরল জামিলের সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের মায়ার। বেশ সুখেই চলছিল এই নব দম্পতির সংসার। মায়ার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়, এতে তিনি এ প্লাস পান। জামিল চান, তার স্ত্রী গ্রামের কলেজে ভর্তি হোক। কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। অন্যদিকে জামিলের মা চান, মায়া আর পড়াশোনাই না করুক। এ নিয়ে মায়া মন খারাপ করে। জামিল মাকে বুঝিয়ে মায়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। সেখানে মায়ার বন্ধুত্ব হয় নাঈমের সঙ্গে। বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসায়। এরপর শুরু হয় নানা জটিলতা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়ার জালে’। স্নেহাশিস ঘোষ রচিত এ নাটক পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে জামিল ও মায়া চরিত্রে অভিনয় করেছেনÑমোশাররফ করিম, কেয়া পায়েল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সুজন হাবিব, এ. কে. আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীন প্রমুখ। কেয়া পায়েল বলেন, অসাধারণ গল্পের নাটক ‘মায়ার জালে’।
মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও হয়েছে। তিনি অনেক হেল্পফুল। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ নাটক মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।