নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় রবীন্দ্রদাস (৩৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত (বুধবার ৯ জুন) ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র চন্দ্র দাস হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, রাত আনুমানিক ২ টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে অজানা অচেনা একদল সন্ত্রাসী বাহিনী হঠাৎ তাঁর উপর চওড়া হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রবীন্দ্রদাসের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেে তাৎক্ষণিক তাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির উদ্দেশ্যেে নিয়ে যান। ডিউটিরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষনা করেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, নিহতের লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদরের পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।