নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে কুলছুমা (২০) নামের এক কিশোরি তার ভাইয়ের হাতে খুন হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কুলছুম হলো চানন্দী ইউনিযনের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ভাইবোনের মধ্যে জগড়া হয়। জগড়ার এক পর্যায়ে নিহতের বড় ভাই শফি আলম তার গলা টিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ীর সামনে ডোবার মধ্যে পেলে দেয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের বড় ভাই শফি আলম পলাতক রয়েছে।
এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বিষয়টি আমি শুনেছি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত এজহার দেয়নি।