1. admin@dailyajkerkhabar.com : daily :
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৩৩ অপরাহ্ন

সড়কে গাছ পড়ে নিহত ২

সংবাদ দাতা :
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩৩১ Time View
সড়কে গাছ পড়ে নিহত ২

হবিগঞ্জের লাখাই সড়কে কাটার সময় গাছ চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লাখাই সড়কের শালদিয়া এলাকায় সরকারি গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রামের পলাশ (২৭) ও মঞ্জু মিয়া (৩০)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, দুপুরে লাখাই সড়কের শালদিয়া এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার সময় তিন যুবক মোটরসাইকেল নিয়ে যেতে বারণ করা হয়। তবে তারা কোনও কথা না মেনে যাওয়ার সময় গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
© (কপিরাইট):  2010 | দৈনিক আজকের খবর কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY LatestNews