1. admin@dailyajkerkhabar.com : daily :
রেড জোনে ৩০ লিটার মদ নিয়ে ঘুরছিলেন স্বেচ্ছাসেবীরা! - দৈনিক আজকের খবর
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক মুহসিন আল জাবির ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  সভাপতি মাওলানা তোফায়েল গাজালি ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তানজিল আমির হাতিয়ায় রাতের আঁধারে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা লকডাউনের মধ্যে ইউএনওর নৈশ ভোজের আয়োজন হাতিয়ায় ৫ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত স্কুলের সামনে খালের উপর দোকান নির্মাণ নিয়ে দ্বন্দ্ব হাতিয়ায় এবার ইউএনওর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষকরা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আল-জাজিরার বিরুদ্ধে মামলা মাদ্রাসার ও এতিমখানা’র জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

রেড জোনে ৩০ লিটার মদ নিয়ে ঘুরছিলেন স্বেচ্ছাসেবীরা!

সংবাদ দাতা :
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪৭৮ Time View

করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে দায়িত্বরত দুই স্বেচ্ছাসেবককে ৩০ লিটার চোলাই মদসহ হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। তারা লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে করোনাভাইরাস সংক্রমণের কারণে ‘‘রেডজোন’’ চিহ্নিত সদর ইউনিয়নে টেকনোয়াদ্দা এলাকা থেকে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. জয়নাল (২৭) ও মো. নাদিম (২৯)। তারা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লকডাউনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বরত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই লকডাউন ঘোষিত এলাকাগুলোতে বৃহস্পতিবার টহল দিচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের টেকেনায়াদ্দা মসজিদের সামনের সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেখে সেটিকে থামার নির্দেশ দেন তিনি। তখন রিকশাটির ৪ যাত্রীর দু’জন পালিয়ে যায়। তল্লাশি করে ৩০ লিটার চোলাই মদসহ জয়নাল ও নাদিমকে হাতেনাতে ধরা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রাতে লকডাউন ঘোষিত এলাকা থেকে মাদকসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
© (কপিরাইট):  2010 | দৈনিক আজকের খবর কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY LatestNews