নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর দুই কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার লালন শাহ সেতু অংশে সাবের আলী পুকিন ও দুপুর ১ টায় পাবনা ঈশ্বরদী উপজেলার সারাঘাট এলাকায় নদীর পানিতে ভাসমান সেলিমের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
এর আগে সোমবার দুপুর ২ টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকেল ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি সেলিম রেজা।
ওসি সেলিম রেজা জানান, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিনসহ ৬ জন রবিবার বিকেল চারটার দিকে চরের জমিতে চিনা বাদাম তুলে নৌকায় ফিরছিল । নদীর মাঝে প্রচণ্ড স্রোতে নৌকা উল্টে ডুবে গেলে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ২ জন নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যায় উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি রাজশাহীর ডুবুরিদলকে খবর দেয়।
সোমবার দুপুর ২ টা পর্যন্ত উদ্ধার কাজ চললেও নিহতেদর মরদেহ উদ্ধার না হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন উদ্ধারকারীরা।
এ ব্যাপারে নদী সংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া ও ১ টায় ঈশ্বরদী থানা থেকে মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। মরদেহ নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সেলিম রেজা।