বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে দুই খুচরা ব্যবসায়ীকে একবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন, পটুয়াখালীর সজল জমাদ্দার ওরফে রাজিব (৩৪) ও ঢাকার মোস্তফা কামাল (৩০। দণ্ড ঘোষণার পর তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়। পরে সেগুলো ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
আজ সোমবার দুপুরে নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত দু’জন ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব নকল হ্যান্ড স্যানিটাইজার বরিশালে এনে খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করার কথা স্বীকার করেছে। তাই তাদের নকল পণ্য সরবরাহের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ২ জন পথচারীকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।