ত্রাণ বিতরণে অনিয়ম করলেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জামালপুরের মাদারগঞ্জে ত্রাণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস্ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ কমিটির সভা হয়।
মির্জা আজম আরো বলেন, করোনার এ দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সরকারি বরাদ্দগুলো সঠিক ও সুষ্ঠভাবে প্রাপ্যদের মাঝে বিতরণ করতে হবে। ত্রাণ সামগ্রী বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ কমিটির আহ্বায়ক ইউএনও আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.ওবায়দুর রহমান বেলাল।