নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে খালের ওপর দোকান নির্মাণ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে কয়েকজন আহত হয়েছেন।
দোকান নির্মাণে বাধা দিতে গিয়ে যারা আহত হয়েছেন, তারা হলেন- মোঃ রাশেদ উদ্দীন, পিতা, কাশেম সদ্দার। মোঃ করিম উদ্দীন, পিতা. মোঃ মতু মিয়া এবং দর্শক মোঃ সমীর উদ্দীন, পিতা. মোঃ হামিদুর রহমান প্রমুখ।
বিরোধী পক্ষের আতিক, রাকিব শিবলুদের বক্তব্য হচ্ছে – ওরা বিভিন্ন সময় দোকানের কাজ চলা কালীন উস্কানীমূলক কথা বলেছে, আমাদের বিভিন্ন প্রকারে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমরা কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই দোকান নির্মাণ শুরু করেছি।
প্রত্যক্ষদর্শী আরশাদ আলী হাজির বাড়ির আরাফাত হোসেন জানান- এখানে দোকান নির্মাণ নিয়ে কায়েক দিন ধরেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
সাধারণত বাজারের পাশে খালের উপর টং দোকান নির্মাণ করা হয়। রাস্তার মুখের জমির মালিক কিংবা ক্রেতারাই সাধারণত খালের উপর দোকান দিয়ে থাকেন। কিন্তু এখানে খালের ওপারের লোকগুলো এসে দোকান দিচ্ছে। তাছাড়া স্কুলের সামনে সরকারি খালের উপর দোকান দিতে নিষেধ করা হয়েছে। তারপরও তারা সেটা মানছেন না।
এটা নিয়ে সালিশ বসলে সেখানে রায় দেওয়া হয়- এখানে দোকান বসলে রেহানিয়া উচ্ছ বিদ্যালয়ে আসা স্কুল ছাত্র-ছাত্রীদের অসুবিধা হতে পারে। তাই বিদ্যালয়ের সামনে দোকান দেওয়া যাবে না। কিন্তু তারা বিচার মানছে না।