স্টাফ রিপোর্টার : আলেম সাংবাদিক ও গণমাধ্যমের ধর্ম বিভাগে কর্মরত লেখক-সম্পাদকদের নিয়ে গঠিত বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সহ সম্পাদক তোফায়েল গাজালি। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টনস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। এতে দেশের শীর্ষ জাতীয় দৈনিকের ধর্ম বিভাগের লেখক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মাওলানা তোফায়েল গাজালিকে সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। মাওলানা তোফায়েল গাজালি যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। তরুণ এ আলেম ও গবেষক বহুদিন ধরে প্রবন্ধ, কলাম ও বৈচিত্রময় নানা ফিচার লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। মাওলানা তোফায়েল গাজালি লেখালেখির পাশাপাশি বিভিন্ন সমাজ সেবায় ব্যস্ত থাকেন। তিনি বর্তমানে দেশের প্রথমসারির জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরের সহ সম্পাদক হিসেবে কাজ করছেন।