স্টাফ রিপোর্টার : আলেম সাংবাদিক ও গণমাধ্যমের ধর্ম বিভাগে কর্মরত লেখক-সম্পাদকদের নিয়ে গঠিত বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সহ সম্পাদক তানজিল আমির। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টনস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। এতে দেশের শীর্ষ জাতীয় দৈনিকের ধর্ম বিভাগের লেখক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মাওলানা তোফায়েল গাজালিকে সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। তানজিল আমির কওমি মাদরাসার ছাত্রদের অধিকার আদায় ও সেবামূলক সংগঠন বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের আহ্বায়ক ও দেশের শীর্ষ আলেমদের নিয়ে গঠিত সেন্ট্রাল উলামা কাউন্সিল অব বাংলাদেশের সহ প্রচার সম্পাদক। তরুণ এ আলেম ও গবেষক আলোচিত সাপ্তাহিক ‘লিখনী’তে ফিচার লেখক হিসেবে শুরু করেছিলেন মিডিয়ায় পথচলা। এরপর দৈনিক যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতায় নিয়মিত প্রদায়ক হিসেবে কাজ করেন। এছাড়া প্রবন্ধ, কলাম ও বৈচিত্রময় নানা ফিচার লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। তানজিল আমির লেখালেখির পাশাপাশি গবেষণা ও ইতিহাস বিষয়ে কাজ করতে আগ্রহী। তার লেখা রেফারেন্স হিসেবে উদ্ধৃত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ে। তুলে এনেছেন মুক্তিযুদ্ধে আলেমদের বিভিন্ন অবদান ও বিস্মৃত ইতিহাস। সাক্ষাৎকার গ্রহণে তার রয়েছে বিশেষ আগ্রহ। তার নেওয়া দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার লিড হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে।তানজিল আমির বর্তমানে দেশের প্রথমসারির জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরের সহ সম্পাদক হিসেবে কাজ করছেন।